★সাত আসমানের নাম এবং তাদের রঙ
*************** *************** * 👉 (১) প্রথম আসমানঃ "এর নাম 'রকীয়াহ্'। আর তা দুধের চেয়েও অধিক সাদা।" . 👉 (২) দ্বিতীয় আসমানঃ "এর নাম 'ফায়দূম বা মাঊ'ন'। আর তা লৌহ দ্বারা নির্মিত। তা থেকে আলোক রশ্মি বিচ্ছুরিত হয়।" . 👉 (৩) তৃতীয় আসমানঃ "এর নাম 'মালাকুত বা হারিয়ূন'। যা তামার নির্মিত।" . 👉 (৪) চতুর্থ আসমানঃ "এর নাম 'যাহিরাহ'। চোখের সামনে আঁধার সৃষ্টিকারী সাদা রৌপ্য দ্বারা নির্মিত।" . 👉 (৫) পঞ্চম আসমানঃ "এর নাম 'মুযাইনা বা মুসাহহারা' যা লৌহিত স্বর্ণ দ্বারা নির্মিত।" . 👉 (৬) ষষ্ঠ আসমানঃ "এর নাম 'খালিসাহ'। যা আলোকিত মুক্তা দ্বারা নির্মিত।" . 👉 (৭) সপ্তম আসমানঃ "এর নাম 'লাবিয়্যাহ বা দামিয়াহ্'। যা লাল ইয়াকুত দ্বারা নির্মিত এবং এর মধ্যেই 'বাইতুল মা'মুর' অবস্থিত। সূত্রঃ "মুশাক্বাতুল ক্বুলুব" (পৃষ্ঠাঃ ৯৯) ::

Comments
Post a Comment
stay with us