★সাত আসমানের নাম এবং তাদের রঙ


***************

**************** 👉(১) প্রথম আসমানঃ "এর নাম 'রকীয়াহ্'।
আর তা দুধের চেয়েও অধিক সাদা।"
.
👉(২) দ্বিতীয় আসমানঃ "এর নাম 'ফায়দূম
বা মাঊ'ন'। আর তা লৌহ দ্বারা নির্মিত।
তা থেকে আলোক রশ্মি বিচ্ছুরিত হয়।"
.
👉(৩) তৃতীয় আসমানঃ "এর নাম 'মালাকুত
বা হারিয়ূন'। যা তামার নির্মিত।"
.
👉(৪) চতুর্থ আসমানঃ "এর নাম 'যাহিরাহ'।
চোখের সামনে আঁধার সৃষ্টিকারী সাদা
রৌপ্য দ্বারা নির্মিত।"
.
👉(৫) পঞ্চম আসমানঃ "এর নাম 'মুযাইনা
বা মুসাহহারা' যা লৌহিত স্বর্ণ দ্বারা নির্মিত।"
.
👉(৬) ষষ্ঠ আসমানঃ "এর নাম 'খালিসাহ'।
যা আলোকিত মুক্তা দ্বারা নির্মিত।"
.
👉(৭) সপ্তম আসমানঃ "এর নাম 'লাবিয়্যাহ
বা দামিয়াহ্'। যা লাল ইয়াকুত দ্বারা নির্মিত
এবং এর মধ্যেই 'বাইতুল মা'মুর' অবস্থিত।
সূত্রঃ "মুশাক্বাতুল ক্বুলুব" (পৃষ্ঠাঃ ৯৯)
::

Comments

  1. সুবহানাল্লাহ

    ReplyDelete
  2. সুবহানাল্লাহ আল্লাহু আকবার।

    ReplyDelete
  3. আল্লাহ সর্বশক্তিমান, মহান।
    আল্লাহ আকবার

    ReplyDelete
  4. মহান আল্লাহ সর্বশক্তিমান তিনি সর্বশ্রেষ্ঠ তিনি পরম দয়ালু

    ReplyDelete
  5. আল্লাহ মহান।

    ReplyDelete
  6. সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

    ReplyDelete

Post a Comment

stay with us

Popular posts from this blog

নবী হযরত মুসা (আ:) একদিন

খুবই মূল্যবান ৪০টি ছোট হাদিস,