নবী হযরত মুসা (আ:) একদিন
নবী হযরত মুসা (আ:) একদিন আল্লাহ তা’আলার কাছে আরজ করলেন, হে-দয়াময় আল্লাহ ! আমার উম্মতের মধ্যে এখন পর্যন্ত কে সবচেয়ে’খারাপ ব্যক্তি আমাকে দেখিয়ে দাও। আল্লাহ পাক বললেন, আগামীকাল সকালে তুমি অমুক পথের ধারে বসে থেকো। আর যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে, সে ব্যক্তি-ই হলো তোমার উম্মতের সবচেয়ে’ খারাপ। হযরত মুসা (আ:) ঠিক সময়মত নির্দিষ্টস্থানে বসলেন। কিছুক্ষণ পর দেখলেন এক ব্যাক্তি একটি ছোট ছেলেকে, কোলে নিয়ে হেঠে পথ অতিক্রম করলো। হযরত মুসা (আ:)তাকে দেখে মনে মনে বললেন, তাইলে এই ব্যাক্তি-ই আমার উম্মতের মধ্যে সবচেয়ে ‘খারাপ। কিছুক্ষণ পর হযরত মুসা (আ:)- আল্লাহ’র নিকট আরজ করলেন, হে- দয়াময় আল্লাহ ! এবার আমার উম্মতের মধ্যে কে সবচেয়ে’ ভালোব্যাক্তি তাকে একটু দেখতে চাই। আল্লাহ পাক বললেন,, হে- মুসা! এই পথের ধারে বসো, সন্ধ্যা বেলায় যে ব্যাক্তি সর্বপ্রথম আসবে, সে-ই হলো তোমার উম্মতের মধ্যে সবচেয়ে’ভালো। সন্ধ্যা বেলায় হযরত মুসা (আ:)নির্দিষ্ট স্থানে বসলেন। এবং অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পর দেখলেন সকালের সেই ব্যাক্তি-ই ছোট ছেলেকে কোলে নিয়ে ফিরতিপথে আসছে। তাকে দেখে হযরত মু...