Posts

Showing posts from 2017

নবী হযরত মুসা (আ:) একদিন

নবী হযরত মুসা (আ:) একদিন আল্লাহ তা’আলার কাছে আরজ করলেন, হে-দয়াময় আল্লাহ ! আমার উম্মতের মধ্যে এখন পর্যন্ত কে সবচেয়ে’খারাপ ব্যক্তি আমাকে দেখিয়ে দাও। আল্লাহ পাক বললেন, আগামীকাল সকালে তুমি অমুক পথের ধারে বসে থেকো। আর যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে, সে ব্যক্তি-ই হলো তোমার উম্মতের সবচেয়ে’ খারাপ। হযরত মুসা (আ:) ঠিক সময়মত নির্দিষ্টস্থানে বসলেন। কিছুক্ষণ পর দেখলেন এক ব্যাক্তি একটি ছোট ছেলেকে, কোলে নিয়ে হেঠে পথ অতিক্রম করলো। হযরত মুসা (আ:)তাকে দেখে মনে মনে বললেন, তাইলে এই ব্যাক্তি-ই আমার উম্মতের মধ্যে সবচেয়ে ‘খারাপ। কিছুক্ষণ পর হযরত মুসা (আ:)- আল্লাহ’র নিকট আরজ করলেন, হে- দয়াময় আল্লাহ ! এবার আমার উম্মতের মধ্যে কে সবচেয়ে’ ভালোব্যাক্তি তাকে একটু দেখতে চাই। আল্লাহ পাক বললেন,, হে- মুসা! এই পথের ধারে বসো, সন্ধ্যা বেলায় যে ব্যাক্তি সর্বপ্রথম আসবে, সে-ই হলো তোমার উম্মতের মধ্যে সবচেয়ে’ভালো। সন্ধ্যা বেলায় হযরত মুসা (আ:)নির্দিষ্ট স্থানে বসলেন। এবং অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পর দেখলেন সকালের সেই ব্যাক্তি-ই ছোট ছেলেকে কোলে নিয়ে ফিরতিপথে আসছে। তাকে দেখে হযরত মু...

★সাত আসমানের নাম এবং তাদের রঙ

Image
*************** *************** * 👉 (১) প্রথম আসমানঃ "এর নাম 'রকীয়াহ্'। আর তা দুধের চেয়েও অধিক সাদা।" . 👉 (২) দ্বিতীয় আসমানঃ "এর নাম 'ফায়দূম বা মাঊ'ন'। আর তা লৌহ দ্বারা নির্মিত। তা থেকে আলোক রশ্মি বিচ্ছুরিত হয়।" . 👉 (৩) তৃতীয় আসমানঃ "এর নাম 'মালাকুত বা হারিয়ূন'। যা তামার নির্মিত।" . 👉 (৪) চতুর্থ আসমানঃ "এর নাম 'যাহিরাহ'। চোখের সামনে আঁধার সৃষ্টিকারী সাদা রৌপ্য দ্বারা নির্মিত।" . 👉 (৫) পঞ্চম আসমানঃ "এর নাম 'মুযাইনা বা মুসাহহারা' যা লৌহিত স্বর্ণ দ্বারা নির্মিত।" . 👉 (৬) ষষ্ঠ আসমানঃ "এর নাম 'খালিসাহ'। যা আলোকিত মুক্তা দ্বারা নির্মিত।" . 👉 (৭) সপ্তম আসমানঃ "এর নাম 'লাবিয়্যাহ বা দামিয়াহ্'। যা লাল ইয়াকুত দ্বারা নির্মিত এবং এর মধ্যেই 'বাইতুল মা'মুর' অবস্থিত। সূত্রঃ "মুশাক্বাতুল ক্বুলুব" (পৃষ্ঠাঃ ৯৯) ::

খুবই মূল্যবান ৪০টি ছোট হাদিস,

Image
নিজে পড়ুন, অন্যকে পড়ার সুযোগ করে দিন। ✍ ১। রাসূল (সা:)বলেছেন আমার কথা (অন্যদের কাছে) পৌছিয়ে দাও, তা যদি একটি আয়াতও হয়। (সহীহ বুখারীঃ ৩২১৫) ✍ ২। রাসূল (সাঃ) বলেছেন, কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটকুই যথেষ্ঠ যে, সে যা শোনে (যাচাই ব্যতীত) তাই বলে বেড়ায়। (সহীহ মুসলিম, মুকাদ্দামা, অনুচ্ছেদ -৩) ✍ ৩।রাসূল (সাঃ) বলেছেনঃ যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে যাবে। (দেখুন সহীহ বুখারীঃ ১০৭,১০৯,১০৯,১১০ ,১১১ সহীহ মুসলিম, মুকাদ্দামা) ✍ ৪।পিতা-মাতার সন্তুষ্টিতে আল্লাহ্‌ সন্তুষ্ট আর পিতা-মাতার অসন্তুষ্টে আল্লাহ্‌ অসন্তুষ্ট। (তিরমিযী, সনদ হাসান, মিশকাত হা/৪৭১০) ✍ ৫। পাঁচ ওয়াক্ত সলাত আদায় করলে পঞ্চাশ ওয়াক্ত সলাতের সওয়াব পাওয়া যায় (সহীহ বুখায়, মুসলিম ও তিরমিযীঃ ২১৩) ✍ ৬। ব্যক্তি এবং শিরক ও কুফরের মাঝখানে সলাত ছেড়ে দেওয়াই হচ্ছে ব্যবধান। (সহীহ মুসলিমঃ ১৫৪,১৫৫, মিশকাত) ✍ ৭। ক্বিয়ামতের দিন বান্দার কাজসমূহের মধ্যে সর্বপ্রথম সলাতের হিসাব নেওয়া হবে। (সহীহ তিরমিযীঃ ৪১৩, ইবনু মাযাহঃ ১৪২৫,১৪২৬) ✍ ৮। যে ব্যক্তি ফজর ও আসরের নামায আদায় করবে সে জান্নাতে যাবে।...